পুলিশ জানায়, রাত ১০টার দিকে ওই এলাকায় কথা কাটাকাটির জের ধরে আলমগীর হোসেন সোহাগকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার বলেন, স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তির সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর কয়েকদিন আগেই কারাগার থেকে বের হন এরশাদ।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. রুহুল মহসিন সুজন জানান, সোহাগের বুকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে এরশাদ পলাতক।