শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

সুদানে ভূমিধসে পুরো গ্রাম ধ্বংস: এক হাজারের বেশি মৃত্যু, বেঁচে আছেন মাত্র একজন

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে মারারা পর্বতমালা এলাকার একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত ১ হাজার মানুষ মারা গেছেন। বেঁচে আছেন গ্রামটির শুধু একজন।

সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট এসব তথ্য জানিয়েছে।

আবদেলওয়াহিদ মোহাম্মদ নুরের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে জানায়, কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের পর ৩১ আগস্ট ভূমিধস হয়।
 
দারফুর অঞ্চলে অবস্থিত এলাকাটির নিয়ন্ত্রণকারী এই আন্দোলনটি (দলটি) জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে নিহতদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য আবেদন করেছে।

দলটি আরও জানিয়েছে, গ্রামটি এখন পুরোপুরি মাটির সাথে মিশে গেছে।

সুদানে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকটের মধ্যে এই মর্মান্তিক ঘটনাটি ঘটল। 
 
উত্তর দারফুর রাজ্যে সুদানী সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলমান যুদ্ধ থেকে পালিয়ে বাসিন্দারা মারা পর্বতমালা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন যেখানে খাদ্য ও ওষুধের অভাব রয়েছে।

দুই বছরের গৃহযুদ্ধের ফলে অর্ধেকেরও বেশি জনসংখ্যা ক্ষুধার সংকটের মুখোমুখি হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এছাড়া উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির আগুনে পুড়ে গেছে।


এ জাতীয় আরো খবর...