শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-আগুন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধরা জাতীয় পার্টির কার্যালয়ে ঢুকে বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় গোটা ভবন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং জনতা বেপরোয়া হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশ ধীরে ধীরে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং ভবনের নিয়ন্ত্রণ নেয়।

এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণঅধিকার পরিষদ সংহতি সমাবেশ করে। সংগঠনের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে তারা সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করেন। সমাবেশ শেষে নেতা-কর্মীরা পল্টনের দিকে রওনা দিলে পথেই জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধরা বিজয়নগর প্রধান সড়কে অবস্থান নেয়। এলাকায় এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, গত আগস্টের শেষ সপ্তাহেও একই কার্যালয়ে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


এ জাতীয় আরো খবর...