শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতির চেষ্টাকালে আয়নাল (৪২) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়নাল একই গ্রামের মো. মাহি মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, আয়নাল একজন তালিকাভুক্ত ডাকাত এবং তার বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগে অন্তত ছয় থেকে সাতটি মামলা রয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার রাতে বায়তুল আতিক জামে মসজিদের পাশের কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীদের মালামাল ডাকাতির সময় আয়নালকে জনতা ধরে ফেলে। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আয়নালের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, নিহত আয়নাল একজন পেশাদার ডাকাত। তিনি নিজ এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে তার সহযোগীদের নিয়ে ডাকাতি ও ছিনতাই করতেন। সোমবার রাতে ডাকাতির সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে নিহত হন।

তিনি আরও বলেন, আয়নালের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অন্তত ৬ থেকে ৭টি মামলা রয়েছে। অন্য থানাগুলোতেও মামলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর...