পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যম লক্ষ্মীপুর গ্রামের মৌলভী আনোয়ার উল্লাহর বাড়ির হানিফের সিএনজি চালিত অটোরিক্সাটি প্রতিদিনই বাড়ির দরজায় পার্কিং করে রাখা হয়। রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি রিকশাটি চুরি করে নিয়ে যাবার চেষ্টা করে। বাড়ির মালিক টের পেযে চিৎকার করলে স্থানীয়রা ঘেরাও করে গণপিটুনি দিলে মনসুর ঘটনাস্থলেই মারা যায়।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রকৃত ঘটনা তদন্ত করে সে মোতাবেক প্রতিবেদন তৈরি করা হবে।