ফেনীর মহিপালে ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে ২৪ – এর গণঅভ্যুত্থানে মহিপালে হামলার ঘটনায় ২৫ টি মামলা হলো। এরমধ্যে ৭ টি হত্যা ও ১৮ টি হত্যাচেষ্টা মামলা। ১৭ সেপ্টেম্বর বুধবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ তম মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার স্বেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজিসহ ৯৬ জনের নাম উল্লেখ করা করা হয়। এ মামলার বাদী এনায়েত উল্যাহ সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর গ্রামের বাসিন্দা।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র জনতার বিক্ষোভে আসাসীদের নির্দেশ ও প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নোতাকর্মীরা। এতে বাদীসহ অনেকে গুলিবিদ্ধ হন। এসময় ৯ জন নিহত ও দুই শতাধিক ছাত্রজনতা আহত হয়।
এ ঘটনায় স্থানীয়ভাবে চিকিৎসা নিতেও বাদা দেয়া হয় বলে মামলায় অভিযোগ করোন বাদী। শ্রমিক হওয়ায় দীর্ঘদিন চিকিৎসা নেয়া ও পরিবারের খরচ বহনসহ নানা কারনে মামলা দায়েরে বিলম্ব হওয়ার দাবি করেন তিনি।
বাদীর আবেদন গ্রহণ করে বিচারক এ বিষয়ে পরে আদেশ দেয়ার জন্য অপেক্ষমান রাখেন বলে জানান তার আইনজীবী জহির উদ্দিন মামুন।
এ জাতীয় আরো খবর...