শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে গুলির ঘটনায় আরও এক মামলা, মাসুদ- নিজামসহ আসাসী ৯৬

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর মহিপালে ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে ২৪ – এর গণঅভ্যুত্থানে মহিপালে হামলার ঘটনায় ২৫ টি মামলা হলো। এরমধ্যে ৭ টি হত্যা ও ১৮ টি হত্যাচেষ্টা মামলা। ১৭ সেপ্টেম্বর বুধবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ তম মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার স্বেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজিসহ ৯৬ জনের নাম উল্লেখ করা করা হয়। এ মামলার  বাদী এনায়েত উল্যাহ  সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর গ্রামের বাসিন্দা।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র জনতার বিক্ষোভে আসাসীদের নির্দেশ ও প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নোতাকর্মীরা। এতে বাদীসহ অনেকে গুলিবিদ্ধ হন। এসময় ৯ জন নিহত ও দুই শতাধিক ছাত্রজনতা আহত হয়।
এ ঘটনায় স্থানীয়ভাবে চিকিৎসা নিতেও বাদা দেয়া হয় বলে মামলায় অভিযোগ করোন বাদী। শ্রমিক হওয়ায় দীর্ঘদিন চিকিৎসা নেয়া ও পরিবারের খরচ বহনসহ নানা কারনে মামলা দায়েরে বিলম্ব হওয়ার  দাবি করেন তিনি।
বাদীর আবেদন গ্রহণ করে বিচারক এ বিষয়ে পরে আদেশ দেয়ার জন্য অপেক্ষমান রাখেন বলে জানান তার আইনজীবী জহির উদ্দিন মামুন।


এ জাতীয় আরো খবর...