শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

নাহিদ ইসলামকে এক ঘণ্টা জেরা করলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল, শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী হবেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই। কিন্তু রোববার (২১ সেপ্টেম্বর) জানা যায়, এ মামলায় আরও দুজনের সাক্ষ্য নেয়া হবে।

এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, এক ঘণ্টা জেরা করেন নাহিদ ইসলামকে। জেরায় তিনি জানান, ব্যক্তি নাহিদকে গুম ও নির্যাতনের জন্য নয়, সমগ্র জাতির বিরুদ্ধে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সাক্ষ্য দিতে এসেছেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ। এর সঙ্গে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল না।
 
নাহিদ ইসলাম বলেন, শুধু ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সেই সুযোগ রয়েছে ট্রাইব্যুনালের।
 
সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না জানিয়ে তিনি বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবিও জানান।
 
এদিন শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের আরেকজন সমন্বয়ক আলী আহসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২- এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার ৬ আসামিকে।


এ জাতীয় আরো খবর...