তিনি জানান, গত ২১ জুলাই বিমান দুর্ঘটনায় দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।ডা. শাওন আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আরও ৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।