শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘আজ আশা ও শান্তি পুনজাগরণের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানে প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি।’

স্টারমার বলেন, গাজায় হামাসের হাতে জিম্মি ব্রিটিশ নাগরিকদের পরিবারের সঙ্গে দেখা করেছি। তারা দুঃচিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুতই জিম্মিদের মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, তাদেরকে বাড়ি ফেরাতে লড়াই চালিয়ে যাব।

তিনি বলেন, হামাসের ঘৃণ্য অপরাধের বিপরীতে আমরা দ্বি-রাষ্ট্র সমাধানকে কার্যকর বলে মনে করি। এর মাধ্যমে হামাসকে পুরস্কৃত করা হয়নি। কারণ হামাসের কোনো ভবিষ্যত নেই এবং নিরাপত্তার ক্ষেত্রেও তাদের কোনো ভূমিকা নেই।

এদিকে পৃথক এক বিবৃতিতে কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, কানাডার পথ অনুসরণ করেই সার্বভৌম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি মূলত যুক্তরাজ্য ও কানাডার যৌথ উদ্যোগের অংশ। এছাড়া তিনি দ্বি-রাষ্ট্র সমাধানে আন্তর্জাতিক ফোরাম গঠনের চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান।

এদিকে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

এক্স পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলি রাষ্ট্রের শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি হিসেবে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

গত জুলাইয়ে কার্নি বলেছিলেন যে তার দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়। সেই সময় এই পরিকল্পনার নিন্দা জানিয়ে ইসরায়েলি কর্মকর্তারা এই সিদ্ধান্তকে ‘হামাসের প্রতি পুরষ্কার’ হিসেবে বর্ণনা করেছিলেন।


এ জাতীয় আরো খবর...