শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

সৌদিতে ফেনীর যুবককে অপহরণ, নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর পরশুরামের যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীবকে সৌদি আরবের রিয়াদে অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
অপহৃত সজী চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগীর পারিবার জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) রাতে রিয়াদের যেদিদ সানাইয়া কোম্পানির অফিসের সামনে থেকে চক্রটি সজীবকে একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। পরেরদিন সকালে তার পরিবারের সদস্যদের কাছে মোবাইলে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করে পরিবার। ইতোমধ্যে তাকে উদ্ধারের জন্য তার কর্মরত কোম্পানির পক্ষ থেকে সৌদি আরবের পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

এর আগে ‎চলতি বছরে ৪ জুলাই দেশে এসে বিয়ে করেন সজীব। দুই মাস ছুটি শেষে গত ৭ সেপ্টেম্বর আবারও সৌদি আরবের রিয়াদে নিজ কর্মস্থলে ফেরেন তিনি।

‎ভুক্তভোগী সজীবের মা জরিফা খাতুন বলেন, অপহরণকারীরা ভিডিও কল দিয়ে আমার ছেলেকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে দেখান। তাকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। ৫ লাখ টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিয়েছে। প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমার ছেলেকে সুস্থভাবে ফেরত চাই।

‎সাইদুল ইসলাম সুমন নামে রিয়াদের এক প্রবাসী বলেন, সজীবকে উদ্ধারের জন্য রিয়াদের পুলিশ কাজ করছে। এ ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অপহৃত প্রবাসীর বাবা থানায় এসে ঘটনাটি বিস্তারিত জানিয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...