সাজাপ্রাপ্ত অন্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মারই কমনহাতা গ্রামের বাসিন্দা আবদুল মান্নান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচখাইচাইল গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়া ও বরিশালের আমতলী উপজেলার বহিলাতলী গ্রামের বাসিন্দা বশির হাওলাদার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আটক প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী শাস্তি দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।