শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত দুই মাস ধরে তিনি উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাচ্ছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে মাহফুজ আলম এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস), সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি জানি না কখন পদত্যাগ করব। দুই মাস ধরে এ অনিশ্চয়তার মধ্যে আছি।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, যারা এই কাজে নিয়োজিত তারা কিভাবে কাজ করতে পারবে, কারা বাধা দেবেন না।’

মাহফুজ আলম জানান, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি শুরু করে এবং এ সংক্রান্ত স্লোগান তিনি তার সরকারি বাসভবন থেকেও শুনেছেন।

তিনি সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রসঙ্গে বলেন, খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ পর্যন্ত মোট ১৮টি ধাপ রয়েছে। দুই মাস আগে তিনি প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ দিয়েছেন, তবে এখনো দ্বিতীয় ধাপে রয়েছে।

তথ্য উপদেষ্টা যোগ করেন, অন্যান্য উপদেষ্টারা গত বছর আগস্টে দায়িত্ব নিলেও কী করবেন বুঝে উঠতে পারেননি। তার ক্ষেত্রেও দায়িত্ব নেওয়ার পর পরই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবুও তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়িত হবে।


এ জাতীয় আরো খবর...