শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

শিকাগোয় টহলরত সেনাদের ঘিরে বিক্ষোভ, শহর থেকে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের শিকাগোয় টহলরত সেনাদের ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময়, শহর থেকে সেনাদের সরিয়ে নেয়ার দাবি জানান তারা।

রোববার (২৮ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘অপরাধ দমন’ অভিযানের অংশ হিসেবে পথে পথে টহল দিচ্ছিলো ন্যাশনাল গার্ড এর সেনারা। এ সময় তাদের ঘিরে ধরে সাধারণ মানুষ। অভিবাসী বিষয়ক সংস্থা আইস এর বিরুদ্ধে স্লোগান দেন তারা। সেইসাথে, আইস এজেন্টদের চলে যাওয়ার দাবিও জানানো হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে সব অবৈধ অভিবাসীকে বিতাড়নের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অপরাধ দমন অভিযান নামে আখ্যা দিয়েছেন এই পদক্ষেপকে। এ পর্যন্ত বিভিন্ন শহরে আটক হয়েছে দেড় হাজারের বেশি মানুষ।

অপরদিকে, অপরাধের কোনও রেকর্ড নেই, এমন অনেককেও গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।


এ জাতীয় আরো খবর...