জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বিভিন্ন অনুষ্ঠান এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় সম্প্রতি প্রধান উপদেষ্টা স্বাধীন গণমাধ্যম জেটিও-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বৃটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন। শান্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নোবেল প্রাপ্তির চেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির নানা বিষয়ে মেহেদী হাসানের প্রশ্নের জবাব দিয়েছেন ড. ইউনূস। বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল সম্পর্কিত নিষেধাজ্ঞার পুনঃস্থাপন, মিয়ানমার ও গাজা পরিস্থিতি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার গঠন, দেশের অর্থনৈতিক অবস্থা, তরুণদের দল গঠন, রোহিঙ্গাদের পুনর্বাসনে বৈশ্বিক পদক্ষেপ, পতিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিতকরণ, হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন, শেখ হাসিনার বিচার ও বাংলাদেশে প্রত্যর্পণ, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কেন জাতীয় নির্বাচন বিলম্বিত হচ্ছে- এমন নান ইস্যুতে প্রশ্ন করেন মেহেদী হাসান।