শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আইএসপিআর এর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

উৎক্ষেপিত মিসাইলটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। যা পাকিস্তানের বহুল আলোচিত ফাতাহ সিরিজের চার নম্বর সংস্করণ। নাম দেয়া হয়েছে ফাতাহ-ফোর।

এই ক্ষেপণাস্ত্রটি সাড়ে ৭শ’ কিলোমিটার পাল্লার মিসাইলটি সফলভাবে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে ইসলামাবাদ। এতে সংযোজন করা হয়েছে উন্নত প্রযুক্তির অ্যাভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম।

এর আগে, ভারতের সাথে উত্তেজনার মধ্যেই ফাতাহ সিরিজের আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান।


এ জাতীয় আরো খবর...