নিহতরা হলেন- দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আবদুল মতিন এর ছেলে মো. শ্রাবণ (২০), খুশিপুর গ্রামের মো. শহীদুল্লাহ’র স্ত্রী শামীম আরা বেগম (৫০) ও অজ্ঞাত ব্যক্তি (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। সিলোনিয়া বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে উল্টে সড়কঘেসে গড়ে উঠা দোকানে ঢুকে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে আগে স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শোয়েব ইমতিয়াজ নিলয় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, কি কারনে এমন দুর্ঘটনা হতে পারে তা এখনো নিশ্চিত করা যায়নি।