শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলো ভারত

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার পেছনে ভারতের জড়িত থাকার অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ ব্যাপারে বলেন, ‘আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

এর আগে গত সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে। এমন মন্তব্যের জবাবে ভারতের জসওয়াল বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিজ দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে এবং নিয়মিতভাবে নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাচ্ছে।’

তিনি ঢাকাকে উদ্দেশ করে আরও বলেন, ‘চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর স্থানীয় চরমপন্থীদের অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলোর বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত করা উচিত।’

এর আগে গত রোববার খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও বহু মানুষ আহত হন। এই সংঘাতের সূত্রপাত হয় গত সপ্তাহে এক আদিবাসী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে ঘিরে।

এমন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে ভারত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার অভিযোগ আনেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ভারত ও পতিত স্বৈরাচার মিলে খাগড়াছড়িতে অশান্তি তৈরির চেষ্টা করছে। যা আজ ভারত অস্বীকার করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এ জাতীয় আরো খবর...