শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ফৌজদারহাটে অবরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরে গেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি হওয়া কর্মকর্তারা।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে তারা অবরোধ প্রত্যাহার করেন।

এর আগে দুপুর ১২টার দিকে কয়েকশ চাকরিচ্যুত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ৩ কিলোমিটারের বেশি এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
 
অবরোধকারীরা অভিযোগ করেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে টার্মিনেশন ও ওএসডি করা হয়েছে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
টার্মিনেট কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল
  • পরীক্ষা বয়কটের কারণে পানিশমেন্ট ট্রান্সফার বন্ধ
  • সাধারণ ডায়েরি ও সাইবার ক্রাইমে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
অবরোধ তুলে নেয়ার সময় আন্দোলনকারীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


এ জাতীয় আরো খবর...