ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নেতানিয়াহু তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি বিবৃতি দেন এবং সঙ্গে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ছবিও শেয়ার করেন। ওই ছবিতে দেখা যায়, নেতানিয়াহু একটি নোবেল পুরস্কারের রেপ্লিকা ট্রাম্পের হাতে তুলে দিচ্ছেন, আর ইসরায়েলের পতাকা হাতে অন্যান্যরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তার এক্স পোস্টে লেখা ছিল, ‘ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিন – তিনি এর যোগ্য!’
মার্কিন প্রেসিডেন্ট এই দিনটিকে আরব এবং মুসলিম বিশ্বের জন্য একটি ‘মহান দিন’ হিসেবে অভিহিত করেন এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার জন্য কাতার, মিশর এবং তুরস্ককে ধন্যবাদ জানান।
ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের জানান, শান্তি চুক্তির প্রথম ধাপের চূড়ান্ত খসড়ায় বৃহস্পতিবার সকালে মিসরে সব পক্ষ স্বাক্ষর করেছে। তিনি আরও বলেন, শান্তি পরিকল্পনা অনুমোদনের জন্য ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এরপর থেকে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল জিম্মিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
বেদরোসিয়ান জানান, গাজা শান্তি চুক্তির ঘোষণার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ‘আবেগপূর্ণ ও উষ্ণ’ ফোনালাপ হয়। নেতানিয়াহু এই ঐতিহাসিক অর্জনের জন্য ট্রাম্পের ‘বৈশ্বিক নেতৃত্বের’ প্রশংসা করেন।
উল্লেখ্য, নেতানিয়াহু এর আগেও, গত জুলাই মাসে হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্পকে ব্যক্তিগতভাবে একটি নোবেল শান্তি পুরস্কার মনোনয়নপত্রের কপি হস্তান্তর করেছিলেন এবং তখন বলেছিলেন, ‘তিনি যেখানে কথা বলছেন সেখানেই শান্তি প্রতিষ্ঠা করছেন, এক দেশ থেকে আরেক অঞ্চলে।’