শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন।
এরপর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরবেন। সবশেষে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। আদালত সূত্রে জানা গেছে, আগামী কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।
প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।
এর আগে, গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। এরপর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার যুক্তিতর্কের দিন ধার্য করেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা, কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। মামলার একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে চৌধুরী মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হয়।
এদিকে, জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে ৪০ জনকে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ আটজনের বিরুদ্ধে ১১ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় সাবেক এমপি ফজলে কাদের চৌধুরীর বিরুদ্ধে ১২ নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।