জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাথে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ফেনীর নবগঠিত কমিটির পরিচিতি সভা ১৩ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স এর চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব
এডভোকেট মোঃ আব্দুল মতিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম রতন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঞা তুহিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফেনী জজকোর্টের পিপি এডভোকেট মেছবাহ উদ্দিন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক অধ্যাপক এম.এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি এ এইচ এম মাহবুবুস সালেকিন, সাধারণ সম্পাদক মো. আবু নাছের মজুমদার মেজবাহ, সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান ভূঁঞা, চট্টগ্রাম কর আইনজীবী ফোরামের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, ফেনী জজকোর্ট এর জিপি জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ নুরুল আমিন খান, ফেনী জজকোর্টের অতিরিক্ত পিপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক এপিপি পার্থ পাল চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হোসেন খান, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মনজুর হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম রাশেদ বাবু প্রমুখ। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোর আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখার উপদেষ্টা বোরহান উদ্দিন চৌধুরী, মীর মোশাররফ হোসেন মানিক ও গোলাম কিবরিয়া ভূঞা, সহ-সভাপতি আরিফুল হাসান রবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রচার সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খন্দকার প্রমূখ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিটি এবং ফেনী জেলার নবগঠিত কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজকে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে যথাসময়ে নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানান। আগামী জাতীয় নির্বাচন হবে খুবই গুরুত্বপূর্ণ ও কঠিন তাই এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলেমিশে কাজ করতে হবে।
এ জাতীয় আরো খবর...