ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন, আগামী শুক্রবার ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর হবে আনন্দমুখর পরিবেশে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত জরুরি বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও।
তিনি জানান, গতকাল কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও তা কাটিয়ে দলগুলো এখন স্বাক্ষরের জন্য প্রস্তুত। প্রতিটি দলের প্রতিনিধি স্বল্প সময়ের মধ্যে স্বাক্ষরের সুযোগ পাবেন এমন ব্যবস্থা করা হয়েছে।
ড. রীয়াজ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন কেবল একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়। এর লক্ষ্য হলো—প্রত্যেক নাগরিকের কাছে সনদের মূল বক্তব্য পৌঁছে দেওয়া। এজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, তারা যেন সনদটি সারাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটি নতুন ধারা তৈরি হয়েছে, যা অব্যাহত থাকবে। ভিন্নমত থাকবেই, তবে রাষ্ট্র সংস্কারে ঐকমত্য সম্ভব। এ ঐক্যই ফ্যাসিবাদ প্রতিরোধে সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে।”