বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই- এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন বর্তমানে সংস্কারের নামে যে টানেপোড়েন চলছে, এ সংস্কার জাতির কোন কাজেই আসবে না। তিনি বলেন দেশ গঠনে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে অন্য দেশ বাংলাদেশের পিছনে লাগবে ।
যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একটি রেস্টুরেন্টের আমেরিকাস্থ দাগনভূঁইয়া বাসীর পক্ষ থেকে তাকে দেয়া গনসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন-বিএন পির চেয়ারম্যানের পক্ষ থেকে ৩১ দফা সংস্কারের মধ্যে জাতির সব ধরনের কল্যাণ নিহিত রয়েছে । দেশের নিরাপত্তা,সুশাসন, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে । বিশ্বের ৫শ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটিরও নাম নেই উল্লেখ করে তিনি বলেন, যা অত্যন্ত দুঃখজনক। তার দাদার নামে নিজ এলাকা দাগনভূঁইয়ায় প্রতিষ্ঠিত দীর্ঘদিন বন্ধ থাকা দুলা মিয়া কটন মিল শিঘ্রই পূনরায় চালু করা হবে বলেও জানান মিন্টু ।
মোঃ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জসিম উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম ভূঁইয়া, এম শাহজাহান কবির, নাঈম টুটুল, আল-হারুণ, ফারুক আহমেদ সুমন, আবুল বাশার, জাহাঙ্গীর সরওয়া্রদী, রেজাউল হক শামীম, সাহাব উদ্দিন, কবির রাজ্জাক,বাদল মির্জা,রবিন আহসান ও আনোয়ার হোসেন প্রমুখ ।অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন- শামীম মাহমুদ ও মোঃ গোলাম ছরোয়ার সুমন ।