শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় ডাকসুর সব রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে ডাকসু নির্বাচন হবে। সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন।

তফসিল অনুযায়ী নির্বাচনের বিভিন্ন ধাপ নিম্নরূপ:

  • খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫।
  • খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময়: ৬ আগস্ট, ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত।
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, বিকেল ৪টা।
  • মনোনয়নপত্র বিতরণ: ১২ আগস্ট, ২০২৫ থেকে ১৮ আগস্ট, ২০২৫ পর্যন্ত। (সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।
  • মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ: ১৯ আগস্ট, ২০২৫ বিকেল ৩টা পর্যন্ত।
  • মনোনয়নপত্র বাছাই: ২০ আগস্ট, ২০২৫।
  • প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫ দুপুর ১টা।
  • মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট, ২০২৫ দুপুর ১টা পর্যন্ত।
  • প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫ বিকেল ৪টা।
  • ভোটগ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর, ২০২৫ (সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত )।
  • ভোট গণনা ও ফলাফল প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫ (ভোট গ্রহণের পরপরই)।


এ জাতীয় আরো খবর...