শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্র চলছে; ৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা: নাহিদ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। তারা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয় কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে ও এর   আকাঙ্খাকে বাস্তবায়িত করতে তারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে। তদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এ সকল ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পৌরসভার মোড়ে এনসিপির নরসিংদী শাখার উদ্যেগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রনয়নের দাবিতে আগামী তিন আগস্ট আমরা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হবে। সেখান থেকে নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১লা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে ছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণআন্দোলনে রূপ নিয়েছিল। আমরা দেখেছি ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি। ফ্যাসিষ্টের রাষ্ট্রপতি চপ্পুকে অপসারণ করতে দেয়া হয়নি। আমাদের ঘোষণা পত্র দেয়া হয় নাই। আমরা কিছুই ভুলি নাই।

নাহিদ আরও বলেন, আমরা কোন দাবি থেকে সরে আসি নাই, আমরা সংঘঠিত হচ্ছি অপনাদের দাবি আদায় করে ছাড়বো। নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল এই গণঅভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবিতে এখনো আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে।

নরসিংদীবাসীর উদ্দেশে নাহিদ বলেন, আমরা তিন আগস্ট শহিদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি নরসিংদীবাসী আসলেই আমরা শহিদ মিনার থেকে আমারা দাবি আদায় করতে পারবো। নরসিংদী, নারায়গঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই রাজধানী ঢাকা জনসমুদ্রে পরিণত হবে। তিনি বলেন, নরসিংদীর উন্নয়নে আমরা কাজ করতে চাই। এখানে ভূমিদস্যু, সন্ত্রাস ও চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের বিতাড়িত করেবো।

তিনি আরও বলেন, আমরা তিন আগস্ট শহিদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি নরসিংদীবাসী আসলেই আমরা শহিদ মিনার থেকে আমারা দাবি আদায় করতে পারবো। নরসিংদী, নারায়গঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই রাজধানী ঢাকা জনসমুদ্রে পরিণত হবে। তিনি বলেন, নরসিংদীর উন্নয়নে আমরা কাজ করতে চাই। এখানে ভূমিদস্যু, সন্ত্রাস ও চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের বিতাড়িত করেবো।

এদিকে, সমাবেশ শুরুর আগে বিকেল সোয়া ৫টার দিকে নরসিংদীর জেলাখানা মোড় থেকে এনসিপি’র কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্র করেন। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় শহিদ প্রতিটি পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তারা।


এ জাতীয় আরো খবর...