গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-ফাইল ছবি
গাজীপুর চৌরাস্তার মসজিদ মার্কেটের একটি দোকানে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনার পরপরই সময় সংবাদ নিশ্চিত হয়ে প্রতিবেদনে জানায়, এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কোপানোর ভিডিও ধারণ করায় হত্যার শিকার হন তুহিন। তবে এরইমধ্যে খবর ছড়ায় চাঁদাবাজির সংবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। কেউ কেউ বলেন ছিনতাইয়ের দৃশ্য দেখে ফেলায় এই হত্যাকাণ্ড।