শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

টঙ্গিতে নালায় পড়ে নারীর মৃত্যু: দায়িত্বে অবহেলা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি চেয়ে রিট

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় নালায় পড়ে ফারিয়া তাসনিম ওরফে জ্যোতি (৩২) নামের এক নারী নিখোঁজ হন। এর ৩৬ ঘণ্টা পর টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলার জন্য ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। পাশাপাশি ফারিয়া তাসনিমের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে রিটে।

‘ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ মিলল বিলে’ শিরোনামে ৩০ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনা নিয়ে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল হাসান রবিবার (৪ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী হিসেবে আজিমুদ্দিন পাটোয়ারী, ইয়াছিন আলফাজ ও নাদিম মাহমুদ রয়েছেন। রিটের ওপর হাইকোর্টে আগামী সপ্তাহে শুনানি হবে বলে আজ সোমবার জানান আইনজীবী আজিমুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় রিটটি ছিল। বিষয়টি উত্থাপন করা হলে আদালত আগামী রোববার শুনানির জন্য রেখেছেন। ফারিয়ার মরদেহ উদ্ধার হলেও এ ধরনের ঘটনা বারবার ঘটছে। ওই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবেহেলা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

৩০ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে টঙ্গীর গাজীপুরা বাশপত্তি এলাকার শালিকচূড়া বিল থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফারিয়া তাসনিম চুয়াডাঙ্গার সদর থানার বাগানপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম উল্লাহ আহমেদের মেয়ে। তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন। একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি নালার অংশে দীর্ঘদিন ধরে কোনো ঢাকনা ছিল না। ছিল না কোনো সতর্কতামূলক সাইনবোর্ডও। গত রোববার রাতে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ফারিয়া তাসনিম ওই খোলা নালায় পড়ে যান। পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন। দুর্ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। অবশেষে ২৯ জুলাই সকালে শালিকচূড়া বিলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


এ জাতীয় আরো খবর...