শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

দাগনভূঞায় বিএনপির র‍্যালিতে হামলা, আহত ১০

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর দাগনভূঞায় উপজেলার গজারিয়া বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে স্বদলীয় প্রতিপক্ষের হামলা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে হামলায় জুলাই যোদ্ধাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়নে বিএনপির সাংগঠনিক চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁঞা হুদনের নেতৃত্বে মিছিলের শেষ মুহূর্তে নেতাকর্মীদের উপর মোটরসাইকেলের বহর নিয়ে এসে হামলা করে দূবৃত্তরা। এসময় জুলাই যোদ্ধা জিল্লুর রহমান রিহাব, যুবনেতা নুর উদ্দিন ডালিম, দেলোয়ার, শাওন সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
জুলাই যোদ্ধা জিল্লুর রহমান রিহাব অভিযোগ করেন, ফেনী জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে বহিরাগতরা মোটরসাইকেলের বহর নিয়ে এসে এ হামলা করে। হামলায় কিশোর গ্যাং ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যরা জড়িত বলেও দাবি করেন ভুক্তভোগীরা।অভিযোগ বিষয়ে জানতে ফেনী জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের মুঠোফোনে বার বার কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির কমিটিকে কেন্দ্র করে দাগনভূঞায় দীর্ঘদিন ধরে কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা করছে। বিভিন্ন সময়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। এবার সংঘাত ও সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে উপজেলা বিএনপি’র আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করা হয়। ইতোমধ্যে বিষয়গুলো বিএনপির কেন্দ্রীয় পরিষদে জানানো হয়েছে। এতদিন ধরে সংগঠন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন ও বিএনপি নেতা সাইফুর রহমান স্বপনের  অনুসারীদের মধ্যে দ্বন্ধ চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের উপজেলা বিএনপি’র বিজয় র‍্যালীতে অতর্কিত হামলা চালায় বহিষ্কৃত ফটিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। তাদের ছোড়া ইট পাটকেলে অন্তত ২০ জন আহত হয়। ঘটনায় মারাত্মক আহত যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। ইতিমধ্যে ওই মামলায় ফটিকসহ ৪ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে আজ আবার নিজ দলীয়দের উপর এ ধরনের হামলার ঘটনা উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে।


এ জাতীয় আরো খবর...