শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

ফেনী ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ গ্রহণ, নতুন ভিসি নিয়োগে উদ্যোগ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ফেনী ইউনিভার্সিটিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বোর্ড অব ট্রাস্টিজের জরুরি অনলাইন সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জামালউদ্দিন আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ।

সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জন্য একজন অভিজ্ঞ ও যোগ্য ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে জাতীয় দৈনিক পত্রিকা ও বিডিজবস ডটকম-এ বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার অগ্রগতি ও শিক্ষার্থীদের অন্যান্য দাবির বিষয়ে সরাসরি আলোচনা করতে বোর্ড চেয়ারম্যানসহ সদস্যরা শিগগিরই ক্যাম্পাসে যাবেন।
বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. তাবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’
 

শিক্ষার্থীদের প্রধান দাবি

  • স্থায়ী ক্যাম্পাস নির্মাণ
  • পরিবহন সুবিধার জন্য বাস সার্ভিস
  • যোগ্য, আন্তরিক ও দায়িত্বশীল ভিসি নিয়োগ
  • রাজনীতি মুক্ত ক্যাম্পাস
  • পর্যাপ্ত শিক্ষক নিয়োগ
  • বোর্ড চেয়ারম্যান পরিবর্তন করে আন্তরিক ও দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ
গত বছর ১৩ আগস্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করেছিল। আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে ২১ অক্টোবর ও ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। সর্বশেষ চলতি বছরের ১৮ আগস্ট শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করে তালা ঝুলিয়ে দেয়, যা বিশ্ববিদ্যালয় অঙ্গনে উত্তেজনা ছড়ায়।


এ জাতীয় আরো খবর...