শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

বন্যার শঙ্কা: তবুও আমন ধান রোপণে ব্যস্ত ফেনীর কৃষকরা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আবহাওয়া অনুকূলে থাকায় কিছুটা দেরীতে হলেও বীজতলা প্রস্তুত ও চারা উৎপাদন করে এবার ফেনীর ফুলগাজী উপজেলায় রোপা-আমন ধান চাষাবাদ শুরু হয়েছে। আগস্টের ক্ষণে ক্ষণে আবহাওয়ার সতর্কতা থাকলেও কয়েকদিনের বৃষ্টিতে বীজতলা নির্মাণ করে এবারও বন্যার শঙ্কা নিয়েই কৃষকরা আমন ধান রোপণ করছেন।

ফুলগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি রোপা-আমন ধান চাষাবাদের মৌসুমে বীজতলা প্রস্তুত করা হয়েছে। এতে আমন ধান বীজতলা ৩৪৫ হেক্টর, আবাদি জমির পরিমাণ ৬ হাজার ২১১ হেক্টর, এখন পর্যন্ত অর্জন ৪ হাজার ৩৪৭ হেক্টর।

কৃষি বিভাগ জানায়, আগামী দুই সপ্তাহের মধ্যেই রোপণ শেষ হবে। এবার আমন ধানের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৭৩৭ দশমিক ৫০ মেট্রিক টন। চাউলের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৪৯২ দশমিক ৩৩ মেট্রিক টন।

ফুলগাজীতে এবার আমন ধানের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৭৩৭ দশমিক ৫০ টন। চাউলের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৪৯২ দশমিক ৩৩ মেট্রিক টন। উপজেলার ৭২০ জন কৃষককে আমন ধান বীজ ও সার সরকারি প্রণোদনা সহায়তা দেওয়া হয়েছে। শরৎকালীন সবজির আবাদ এর লক্ষ্যমাত্রা ৫০ হেক্টর।

দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের আবু তাহের নামে একজন কৃষক বলেন, কৃষিতে খরচ বেড়ে যাওয়ায় অল্প জমিতে আমন ধান রোপণ করছি, আবহাওয়া ভালো হলে ফলন ভালো হবে।

একই ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের কৃষক মোকছেদুর রহমান বলেন, সাম্প্রতিক বন্যায় সরকারি প্রনোদণা না পেলেও সার-বীজ কিনে বন্যার শঙ্কার মধ্যে সময়মতো বীজতলা তৈরি করে ১০ বিঘা জমিতে আমন ধান রোপণ করছি।

ফুলগাজী সদর ইউনিয়নের ইউনিয়নের কৃষক জানে আলম বলেন, মুহুরী নদীর তীরবর্তী এলাকায় আমাদের জমি। প্রতি বছর বন্যার আশঙ্কা থাকে, এবারও বন্যার আশঙ্কা ছিল। তবুও ৫ বিঘা জমিতে আমন ধান রোপণ শুরু করেছি, চলতি সপ্তাহে রোপণ শেষ হবে।

বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে আলাপকালে তারা জানান, আগামী সপ্তাহে রোপণ শেষ হবে এবং ভালো ফলন হবে বলে আশাবাদী।

ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খোরশেদ আলম বলেন, বোরো ফসলের পরেই আমন ধান দ্বিতীয় জনপ্রিয় ফসল, গতবছর ২ হাজার একশ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছিল যা লক্ষ্যমাত্রার ৩৪ শতাংশ। এবার হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হবে, চাষের জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, গতবছরের তুলনায় এই বছর আবহাওয়া ভালো আছে এখন পর্যন্ত। লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।


এ জাতীয় আরো খবর...