শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

রাষ্ট্র মেরামতের সুযোগ মিস করলে আগামী কয়েক দশকেও আর পাবো না: আসিফ নজরুল

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্র মেরামত, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে সেটা মিস করলে আগামী কয়েক দশকেও এ সুযোগ আর পাবো না। কাজেই এ সুযোগ আমাদের কোনোভাবেই মিস করলে চলবে না।

বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার ওপর এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সংস্কার ও রাষ্ট্র মেরামতের জন্য বাংলাদেশের মানুষ এত কষ্ট ও এত ত্যাগ কখনোই করেনি৷ শুধু বাংলাদেশে কেন, সাব-কনটিনেন্টের ইতিহাসেও এ ধরনের ঘটনা ঘটেনি।
আমরা অনেক সময় অনেক সুযোগ পেয়েছি।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের পর, ১৯৯১ সাল ও ২০০৮ সালেও পেয়েছিলাম, কিন্তু কোনো সুযোগই আমরা সৎভাবে ব্যবহার করতে পারিনি৷ আমার মনে হয় এত ত্যাগ ও এত রক্তক্ষয়ের পর রাষ্ট্র মেরামতের যে সুযোগ এবার এসেছে, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, সেটা যদি আমরা মিস করি তাহলে আগামী কয়েক দশকে এ সুযোগ আর পাবো না। কাজেই এ সুযোগ আমাদের কোনোভাবেই মিস করলে চলবে না।

আইন উপদেষ্টা বলেন, অ্যাটর্নি সার্ভিস আইন করার জন্য আমরা আরও মতামত নেবো, আলোচনা করবো। সবার সহযোগিতায় আমরা একটা ভালো আইন করতে পারবো। বর্তমান সরকারের আমলে আমরা যদি অ্যাটর্নি সার্ভিসে কিছু নিয়োগ দিয়ে যেতে পারি, সেই চেষ্টা করবো।

তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারে এসে ভালো ভালো অধ্যাদেশগুলো বাতিল করে দিয়েছে। এখন আমাদের পরবর্তী সরকারের জন্য এসব আইন বা সংস্কার বাতিল করা একটু কঠিন হবে।

‘কারণ, পরবর্তী সরকার আসবে আমাদের হাজারখানেক ছাত্র-তরুণের রক্ত ও আরও অনেকের যে অঙ্গহানি হয়েছে এমন মানুষ ও জনমানুষের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে। ফলে পরবর্তী সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না বা সম্ভব হবে না।’


এ জাতীয় আরো খবর...