বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তমজন্মদিন উপলক্ষ্যে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে পাঁচ তারকা হোটেল ডি প্যালেসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে – সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারীর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ চান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মাসুদ।
স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা
বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা রফিক ভুঁইয়া, আব্দুল আজিজ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বাংলাদেশের আপোষহীন নেত্রী, বাংলাদেশের তিনবারে সাবেক প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশ ত্যাগ করেননি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে রেখেছেন, পাশাপাশি নেতা কর্মীদের সুখে – দুখে তিনি পাশে আছেন ।
একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন, তারেক রহমান হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটুক্তি করছেন তাদের বলব সমস্ত আলোচনা সমালোচনা গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সবশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘুয়া কামনা করে বিশেষ দোয়া করা হয়।