রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

৭ ঘণ্টা পর ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ২২ মিনিট থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, প্রথমে রাত ৯টা ২২ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট বিমানবন্দর ছেড়ে যায়। সিঙ্গাপুর থেকে জরুরি অবতরণ করা ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি রাত ১০টা ১ মিনিটে ও সোয়া ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।

এ ছাড়া রাত সাড়ে ১০টায় মালে থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের মধ্যেই আটকেপড়া বাকি বিমানগুলো ঢাকার উদ্দেশে রওয়ানা দেবে।

এর আগে, বিকেলে ও সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমান, সিঙ্গাপুর ও মালে থেকে আসা আন্তর্জাতিক তিনটি ফ্লাইট।


এ জাতীয় আরো খবর...