ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, প্রথমে রাত ৯টা ২২ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট বিমানবন্দর ছেড়ে যায়। সিঙ্গাপুর থেকে জরুরি অবতরণ করা ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি রাত ১০টা ১ মিনিটে ও সোয়া ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এ ছাড়া রাত সাড়ে ১০টায় মালে থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।