অবৈধভাবে বসবাসকারী ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সকালে তাদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, মোট ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে।
তবে পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, ৩৯ জনকে বহনকারী বিমানটি ঢাকা পৌঁছেছে।
এর আগে ধাপে ধাপে শতাধিক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়।