রাজধানীর মহাখালীতে একটি সিএনজি ফিলিং স্টেশনের অগ্নিকান্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার সন্ধ্যার মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ৭ টা ১৮ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। পরে সেখানে পৌঁছে ৭ টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। পেট্রোল পাম্প থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয়রা।
এ জাতীয় আরো খবর...