শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

চার বছর আগে নিখোঁজ হওয়ার পর লাশ হয়ে ফিরেছিলেন অটোরিকশা চালক ভজন দেবনাথ সজল (৩৫)। সেই হত্যাকাণ্ডের ঘটনায় রায় ঘোষণা করেছে আদালত।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. কায়সারুল ইসলাম পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন: জুয়েল জাহের আলী (পলাতক), সুরুজ মিয়া, সাইফুল ইসলাম, রতন মন্ডল ও আব্দুর রশিদ। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল আজিজকে খালাস দেয়া হয়েছে।

২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় ভাড়া নিয়ে বের হওয়ার পর সজল আর ফেরেননি। পরদিন সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় মামলা হলে দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত এ রায় দেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী বলেন, ‘এই রায়ের মাধ্যমে সজলের পরিবার কিছুটা হলেও ন্যায়বিচার পেল। আমরা আশা করি, পলাতক আসামিকেও দ্রুত গ্রেপ্তার করে শাস্তি কার্যকর করা হবে।’
 
একটি পরিবারের ভাঙা স্বপ্নের প্রতীক হয়ে থাকলো সজলের মৃত্যু। তবে ন্যায়বিচারের এ রায়ে তার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে বলে মনে করছে স্বজনরা।


এ জাতীয় আরো খবর...