ফেনীর সোনাগাজী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স হলে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু রিগ্যান চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন,ওসমানীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম ও সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহীম।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুর রহিমের সন্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি যথাক্রমে সৈয়দ মনীর,গাজী মোঃ হানিফ,আফতাব মোমিন,মেহরাব হোসেন, ওবায়দুল হক,সজিব খান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মিডিয়া সমাজের দর্পণ। মিডিয়া বিহীন একটি সমাজ,দেশ কল্পনা করা যায়না।মিডিয়া এবং প্রশাসন একে অপরের পরিপূরক।তিনি সাংবাদিকদেরকে ঐক্য বজায় রেখে সমাজের সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান।