চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেছেন, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন, আপা আর আসবে না। ৫ আগস্টের পর তাদের পরিকল্পনা থেমে নেই। তাদের হাতে প্রচুর অর্থ, তারা চেষ্টা করছে আমাদের বিভ্রান্ত করতে।
তিনি বলেন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে একটি দলকে আরেক দলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, ভেতর থেকে ঐক্য ভেঙে দেওয়া। এটি সাইবার যুদ্ধের অংশ, যেখানে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এজন্য যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।