শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লায় উপদেষ্টা আসিফ সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৩০

কুমিল্লা অফিস
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
কুমিল্লা সংঘর্ষ

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন ইউপি সদস্য ও গণমাধ্যমকর্মীও রয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা সদরে আল্লাহু চত্বরে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার পর থেকে ওই এলাকায় দুইপক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে বেশ কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় আসিফ মাহমুদের অনুসারী ১৫ জন আহত হন।

আহত ইউপি সদস্য শেখর জানান, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ছোঁড়া হয় ইট পাটকেল। এ সময় আমাকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেয়া হয়।

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনহাজুল হক জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর ইট পাটকেল নিক্ষেপ করে আমাদেরকে ধাওয়া দিতে থাকে।

কুমিল্লার মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে এনসিপির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থানরত কিছু লোক বিনা উস্কানিতে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপর উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

অপরদিকে মুরাদনগর উপজেলা বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, আসিফ মাহমুদের সমর্থকরা মিছিল থেকে উপজেলা বিএনপি অফিস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। উপজেলার বাহিরের বহিরাগত লোক দিয়ে গন্ডগোল করার জন্য তারা এ কাজ করেছে। এছাড়া মিছিল থেকে আমাদের নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে কুরুচিপুর্ণ বক্তব্য প্রদান করে। এ সময় আমাদের লোকজন প্রতিরোধ করতে গেলে এ ঘটনা ঘটে।


এ জাতীয় আরো খবর...