শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

কর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করছে এনবিআর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড ভবর-ফাইল ছবি

ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রমকে অধিকতর বেগবান করতে মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোর ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টেশন সেলের (আইআইসি) কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ অক্টোবর)  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতির মাধ্যমে মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলো এই নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিভিন্ন প্রকারের গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলোক্ট্রোনিক মিডিয়ায় প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্টারে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয় প্রদর্শন, করযোগ্য আয় এবং পরিশোধিত করের তুলনায় সম্পদ বিবরণীতে অস্বাভাবিক পরিমান নিট সম্পদ প্রদর্শন ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম ইনভেস্টিগেশন কার্যক্রম শুরু করবে।

এ ছাড়া, ইনভেস্টিগেশন পর্যায়ে কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া গেলে সংশ্লিষ্ট টিম রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টেশন কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে। এবং রাজস্ব ফাঁকির সুস্পষ্ট তথ্য-উপাত্ত থাকলে সংশ্লিষ্ট কর কমিশনারেটের ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টেশনের কমিটি রাজস্ব পুনরুদ্ধারের আইনি কার্যক্রম গ্রহণের জন্য অনুমোদন দেবে।

এনবিআর বলছে, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টেশনের সেলের মাধ্যমে কার্যক্রম জোরদার করার মাধ্যমে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার সম্ভব হবে, কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পাবে এবং সুষ্ঠু কর সংস্কৃতির বিকাশ লাভ ঘটবে।


এ জাতীয় আরো খবর...