শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

টাইব্রেকারে হেরে আবারও রোনালদোর স্বপ্নভঙ্গ

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সৌদি সুপার কাপের শিরোপা লড়াইয়ে নাটকীয় এক ম্যাচে টাইব্রেকারে হেরে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে শেষ হাসি হেসেছে আল আহলি। আর তাদের শিরোপা জয়ের নায়ক গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি, যিনি পেনাল্টি শুটআউটে দারুণ সেভ করে রোনালদোদের স্বপ্ন ভেঙে দেন।

নির্ধারিত সময়ের ম্যাচ ২-২ গোলে সমতায় শেষ হয়। ম্যাচের ৪১তম মিনিটে সফল স্পটকিকে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। সেই সঙ্গে গড়েন নতুন এক বিশ্বরেকর্ড চারটি ভিন্ন ক্লাব ও জাতীয় দলের হয়ে কমপক্ষে ১০০ গোলের কীর্তি গড়েন তিনি।

কিন্তু রোনালদোর সেই ইতিহাসগড়া গোল শেষ পর্যন্ত শিরোপার আনন্দ বয়ে আনতে পারেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে আল আহলির হয়ে ব্যবধান কমান ফ্রাঙ্ক কেসি। দ্বিতীয়ার্ধে আল নাসর আবার এগিয়ে যায় মার্সেলো ব্রোজোভিচের গোলে। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে কর্নার থেকে রজার ইবানিজের হেডে গোল খেয়ে বসে আল নাসর। গোলরক্ষক বেন্তো বল ধরতে গোলবার ছেড়ে বেরিয়ে এসে ভুল করেন, ফাঁকা পোস্টে ইবানিজের হেড গোলরেখা পার করে দেয় দলকে সমতায়।

টাইব্রেকারে আল নাসরের প্রথম তিন শটে গোল করেন রোনালদো, ব্রোজোভিচ ও জোয়াও ফেলিক্স। কিন্তু চতুর্থ শটে ব্যর্থ হন আব্দুল্লাহ আল-খাইবারি। তার নিচু শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন মেন্দি। বিপরীতে আল আহলির পাঁচজনই গোল করতে সক্ষম হন।

৫-৩ ব্যবধানে টাইব্রেকারের জয় নিয়ে সৌদি সুপার কাপের শিরোপা তুলে নেয় আল আহলি। আর আরেকটি বড় শিরোপার খুব কাছে এসেও খালি হাতে ফিরতে হয় রোনালদোকে।


এ জাতীয় আরো খবর...