শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

ফেনীতে বীজ নিয়ে কৃষকের সাথে প্রতারণা: জাহাঙ্গীর বীজ ভাণ্ডারকে জরিমানা 

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বীজ নিয়ে কৃষকের সাথে প্রতারণা করায় ফেনীর মহিপালে মেসার্স জাহাঙ্গীর বীজ ভাণ্ডারকে ১০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর জানায়, কৃষক নূর নবী এ দপ্তরকে অব‌হিত করেন, তি‌নি এই দোকান থেকে দু’‌দিন আগে কুমড়াসহ অন‌্যান‌্য সব‌জির কিছু বীজ ক্রয় করেন। বাড়ি গিয়ে লক্ষ‌্য করেন পুরনো ২০২২ সালে মেয়াদ উত্তীর্ণ হওয়া বীজের প্যাকেটের ওপর ২০২৬ সালের ট‌্যাগ লা‌গানো হয়েছে। আগের মূল‌্য ৯০ টাকা থাকলেও  নতুন করে ১৫০ টাকার ট‌্যাগ লাগানো হয়েছে। বিষয়‌টি পরের দিন দোকানীকে জানালে পাত্তা না দিয়ে দুর্ব‌্যবহার করেন ও পণ‌্য ফেরত নিতে অস্বীকৃ‌তি জানান।
এদিকে বৃহস্পতিবার ম‌হিপাল এলাকায় তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে ভোক্তা অ‌ধিকার অ‌ধিদপ্তর। এসময় বীজ বিক্রয়ের ক্ষেত্রে কৃষকের সাথে প্রতারণা করার অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স জাহাঙ্গীর বীজ ভাণ্ডারকে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। দোকানী এমন কাজ আর করবেন না বলে অঙ্গীকার করে ক্ষমা চান। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চূড়ান্তভাবে সতর্ক করা হয়। এছাড়াও অ‌ভিযানে অনুমোদনহীন পণ‌্য বি‌ক্রি করায় মেসার্স ছায়েরা স্টোরকেও ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সচেতনতা বৃদ্ধির জন্য এ সময় লিফলেট বিতরণ করা হয়। এতে জেলা বিশেষ ট্রান্সপোর্ট টিমের সদস্যরা ও জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।
ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর...