ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্ত ১৫ জন আহত হয়েছে। এরমধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ সেপ্টেম্বর (বুধবার) দপুরে পুশুরাম জিরো পয়েন্ট এলাকায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
দলের নেতা ও পুলিশের হস্তক্ষেপে আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে উভয় গ্রুপের মোঃ ইসমাইল, মোঃ তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মোঃ সোহেল, মিধুল, তৌহিত, পাপ্পু ও মোঃ হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে চিতলিয়া ইউরিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মজনু।
উপজেলা বিএনপি’র আহবায়ক আবদুল হালিক মানিক বলেন, গ্রাম থেকে শহরে এসে নেতাকর্মীরা বিশৃঙ্খলা করবে এটা মেনে নিতে পরবো না। এ ঘটনার সাথে জড়িদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
এ জাতীয় আরো খবর...