শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

মাত্র ১৫ সেকেন্ডে হৃদরোগ শনাক্ত করবে এআই স্টেথোস্কোপ

রেজওয়ান করিম
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

চিকিৎসা বিজ্ঞানের নতুন মাইলফলক হিসেবে হাজির হয়েছে এক অভিনব প্রযুক্তি—এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চালিত স্টেথোস্কোপ। এই ডিভাইস মাত্র ১৫ সেকেন্ডে হৃদরোগ শনাক্ত করতে সক্ষম, যা বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্টেথোস্কোপটি দেখতে সাধারণ হলেও এর ভেতরে সংযুক্ত রয়েছে উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সফটওয়্যার। রোগীর বুকের উপর রাখলেই এটি হৃদস্পন্দনের শব্দ সংগ্রহ করে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই এআই সিস্টেম সেই শব্দ বিশ্লেষণ করে হৃদযন্ত্রের কোনো অনিয়ম, ভালভের ত্রুটি কিংবা হার্ট ফেইলারের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারে।

প্রচলিত পদ্ধতিতে হৃদরোগ নির্ণয়ে সময়সাপেক্ষ পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি জরুরি হয়। কিন্তু এই এআই-চালিত ডিভাইসের মাধ্যমে অতি দ্রুত ও সাশ্রয়ী উপায়ে প্রাথমিক নির্ণয় সম্ভব হবে। এর ফলে জরুরি পরিস্থিতিতে রোগীর জীবন বাঁচানো সহজ হবে। বিশেষ করে গ্রামীণ কিংবা স্বল্প চিকিৎসা সুবিধাসম্পন্ন এলাকায় এটি চিকিৎসকদের জন্য কার্যকর সমাধান হয়ে উঠতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি হৃদরোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখবে। নিয়মিত ব্যবহার করলে রোগীর অবস্থা আগেভাগেই শনাক্ত করা সম্ভব হবে, যা চিকিৎসা প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।

আগামী দিনে হাসপাতাল, ক্লিনিক এমনকি বাসাবাড়িতেও এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এআই-চালিত স্টেথোস্কোপ বৈশ্বিক স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে


এ জাতীয় আরো খবর...