শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

রাংগুনীয়া বিএনপির বিজয় র‍্যালি

মোহাম্মদ ফিরোজ, স্টাফ রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ছাত্র-জনতার রক্তে অর্জিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাংগুনীয়া উপজেলা বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার ইছাখালী থেকে এ বিজয় র‍্যালি হয়। এতে রাংগুনীয়া ৭ নির্বাচনী এলাকার আগামী দিনের বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি শহিদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নিদর্শনায় রাংগুনীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামুল হক তপন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিন এর নেতৃত্বে র‍্যালিটি চট্টগ্রাম কাপ্তাই হাইওয়ে সড়কের ইছাখালী সড়ক থেকে রোয়াজার হাট সড়ক পর্যন্ত র‍্যালি ও সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত পথসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস সিকদার বলেন, ছাত্র-জনতা তাজা রক্তের বিনিময়ে জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিবাদী আঃওয়ামী লীগ মুক্ত করছে। তাদের অর্জিত এ ৫ আগস্ট বৃথা হতে দেওয়া যাবে না। এ দিবসটি চিরস্মরণীয় করে রাখতে হবে।

এই সময় ভিপি আনছুর উদ্দিন ৫ আগস্টে নিহত ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের প্রতি সমবেদনা ব্যক্ত করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। তাই সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- রাংগুনীয়া কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, কলেজ শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ, রাংগুনীয়া কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিযর যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল আহমদ, যুগ্ম আহবায়ক গাজি নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান, যুগ্ম আহবায়ক কুদ্দুস, রাংগুনীয়া জিসাস কমিটির যুগ্ম সচিব জসিম সিকদার, রাংগুনীয়া ছাত্র দলের সদস্য মোজাম্মেল হক মানিক, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোহা, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত, চন্দ্রঘোনা যুবদলের সাবেক প্রচার সম্পাদক সম্পাদক আবার, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্র দলের
সভাপতি সাজ্জাদ হোসেন খোকা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আছের, তৈয়ব, আমিন সহবিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী।


এ জাতীয় আরো খবর...