নিখোঁজ থাকার চার দিন পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষার (২৭) কে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনি থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
তুষার পুলিশকে জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে আটকে রাখে, বার বার শারীরিক নির্যাতন করে। এসময় তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, গত তিনদিন তাকে কোনো খাবার দেয়া হয়নি। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ফেনী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক সজল কান্তি দাস জানান, পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনিতে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের ডেকে তাকে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, সোমবার (১৮ আগস্ট) রাতে নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় এক পাওনাদারকে দেয়ার জন্য নগদ ২ লাখ টাকা সঙ্গে নিয়ে তুষার বাড়ি থেকে বের হন। পাওনাদারকে টাকা বুঝিয়ে দিয়ে তিনি ফেনী শহরের মহিপালে শ্বশুরের ভাড়া বাসায় রাতযাপন করার কথা ছিল; কিন্তু তিনি শ্বশুরালয়েও যাননি এবং পাওনাদারকেও টাকা দেননি।
রাত ১০টা পর্যন্ত তার মোবাইল ট্র্যাকিংয়ের সর্বশেষ কল লিস্টে দেখা যায়, তিনি মহিপাল এলাকার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ছিলেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ বন্ধুদের বাড়িতেও তার সন্ধান না পেয়ে সোনাগাজী থানায় নিখোঁজ ডায়েরি করেন বড় ভাই।
তুষার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।