শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে তাদের তৃতীয় জয়টি নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সে সাথে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার (১ আগস্ট) টস হেরে প্রথমে বোলিং করতে নেমে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানে অলআউট করে দেয়। এরপরে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

এ জয়ের ফলে বাংলাদেশ ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্টে দক্ষিণ আফ্রিকার সমান অবস্থানে রয়েছে। তবে নেট রান রেটে প্রোটিয়ারা এগিয়ে থাকায় তারা শীর্ষে রয়েছে এবং বাংলাদেশ দ্বিতীয় স্থানে।

সহজ লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৪৯ বলে ৬টি চার এবং ১টি ছক্কায় ইনিংসটি সাজান এই বাঁহাতি ব্যাটার। তবে আরেক ওপেনার রিফাত বেগ আবারও ব্যর্থ হয়েছেন এবং ইনিংসের প্রথম ওভারের শেষ বলে গোল্ডেন ডাক মেরে ফিরে যান। পরে কালাম সিদ্দিকি আলিন ১৬ বলে ৪টি চারে ২০ রান করেন। তার বিদায়ের পর রিজান হোসেনের সঙ্গে ৫২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন আজিজুল। রিজান ২৬ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে, বাংলাদেশের বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ইকবাল হোসেন ইমন ৬.৩ ওভারে এক মেডেনসহ ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া স্বাধীন ইসলাম এবং সানজিদ মজুমদার ২টি করে উইকেট নেন যার ফলে জিম্বাবুয়ে একশোর আগেই অলআউট হয়ে যায়।


এ জাতীয় আরো খবর...