আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি ইন্টার মায়ামির সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত বাড়াতে চলেছেন। এতে বোঝা যাচ্ছে, চল্লিশোর্ধ্ব বয়সেও মাঠে থাকার ইচ্ছা রাখছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। মেজর লিগ সকারে (এমএলএস) স্থায়ী উত্তরাধিকার গড়ে তোলার লক্ষ্যেই তার এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বিইনস্পোর্টস
মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষে শেষ হওয়ার কথা থাকলেও কাতালুনিয়া রেডিও এবং ক্রীড়া সাংবাদিক জাভি কাম্পোসের বরাতে জানা গেছে, চুক্তি তিন বছর বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে। অর্থাৎ, নতুন চুক্তি অনুযায়ী মেসি ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির জার্সি গায়ে মাঠে নামবেন। তখন তার বয়স হবে ৪১ বছর।
নতুন চুক্তিতে একটি নমনীয় ধারা থাকছে, যার মাধ্যমে ২০২৬ বা ২০২৭ সালেই মেসি ও ক্লাব চাইলে পরস্পরের সম্মতিতে চুক্তি শেষ করতে পারবে। এতে করে ব্যক্তিগত বা পেশাদার দিক থেকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকছে মেসির হাতে।
ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকেই ক্লাবের চেহারা বদলে দিয়েছেন মেসি। এখন পর্যন্ত ৬৯ ম্যাচে ৫৮ গোল ও ২৮টি অ্যাসিস্ট করে তিনি প্রমাণ করেছেন, এখনও তার মধ্যে সেই জাদু আছে। তার নেতৃত্বেই ক্লাব জিতেছে লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ডের মতো গুরুত্বপূর্ণ ট্রফি।
২০২৬ সালে চালু হতে যাওয়া ‘মায়ামি ফ্রিডম পার্ক’ স্টেডিয়ামকে কেন্দ্র করে ক্লাবের নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে মেসিকে দেখা যেতে পারে ভবিষ্যতের প্রধান চরিত্র হিসেবে।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার সুযোগ মেসির দীর্ঘ পরিকল্পনার পেছনে একটি বড় অনুপ্রেরণা। ধারণা করা হচ্ছে, সেই টুর্নামেন্টের পরই নিজের ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
মেসির এই সিদ্ধান্ত মেজর লিগ সকারের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ বাড়াতে সহায়তা করছে। তার উপস্থিতিতে দর্শকসংখ্যা ও টিভি দর্শক বাড়ছে, তরুণ খেলোয়াড়েরা অনুপ্রাণিত হচ্ছে এবং লিগটি আন্তর্জাতিক মিডিয়ার আলোচনায় উঠে এসেছে।
চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখন কেবল সময়ের ব্যাপার। তবে তার আগেই মেসি ও ইন্টার মায়ামি উভয়ই ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে।