মালয়েশিয়ার কুয়ানটানে পূর্ব উপকূল মহাসড়ক (এলপিটি-১) এলাকায় একটি মাল্টিপারপাস গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাড়িচালক মো. সাব্বের হাসান (৩০) এবং ওই গাড়ির দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন, মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মানিরাম চন্দ্র বস (৪০)। তাদের কুয়ানতানের তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুয়ানতানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান মোহাম্মদ আদলি মাত দাউদ এক বিবৃতিতে বলেছেন, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িচালক মো. সাব্বের হাসান এবং ওই গাড়ির দুই যাত্রী মো. জাহিদ হাসান ও আবদুল্লাহ নিহত হন।
পুলিশের বরাত দিয়ে বারনামা জানিয়েছে, নিহতরা একটি টয়োটা অ্যাভানজা গাড়িতে কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। পথে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের বাঁ দিকে ছিটকে পড়ে।
বারনামা আরো জানিয়েছে, গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাসে শেষ হয়ে গিয়েছিল।