নিষেধাজ্ঞা যেন পিছু ছাড়ছে না লিওনেল মেসির। কয়েকদিন আগেই মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ার কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরেকটি নিষেধাজ্ঞার খবর সামনে এসেছে আর্জেন্টাইন কিংবদন্তির জন্য। মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোকে লিগস কাপের একটি বিতর্কিত ঘটনায় নিষিদ্ধ করা হয়েছে।
ইএসপিএন জানিয়েছে, গত বুধবার রাতে আটলাসের বিরুদ্ধে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বিতণ্ডা চলছিল। সেই সময় মাঠে প্রবেশ করেন মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো এতে উত্তেজনা আরও বাড়ে। এরপর আটলাসের খেলোয়াড়রা এই ঘটনার প্রতিবাদ জানান এবং ম্যাচ শেষে বিষয়টি শৃঙ্খলা কমিটির কাছে তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে, লিগস কাপের শৃঙ্খলা কমিটি মেসির ক্লাব ইন্টার মায়ামির একজন সদস্যকে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ করতে নিষেধ করেছে।
পরবর্তীতে ইএসপিএন জানায়, নিষিদ্ধ হওয়া ক্লাব প্রতিনিধি দলের সদস্য আর কেউ নয় স্বয়ং লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো। শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি ও আটলাসের ম্যাচ শেষে ইয়াসিন চুয়েকো পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন এবং নিয়মবহির্ভূত আচরণ করেন। এর ফলে, মায়ামির উপর অর্থদণ্ডও আরোপ করা হয়েছে তবে সেই অঙ্কটি প্রকাশ করা হয়নি।
এই ঘটনার পর, আটলাসের ডিফেন্ডার দোরিয়া মন্তব্য করেছেন,‘আমরা জানি আমাদের পরিচালনা পর্ষদ খুব ভালোভাবে কাজ করে এবং তারা বিষয়টি সামলাবে। আমি বুঝি, মেসিকে মাঠে ঢুকে পড়া কোনো ভক্তের হাত থেকে বাঁচাতে তার দেহরক্ষী সেখানে উপস্থিত থাকেন। তবে খেলোয়াড়দের বিষয়ে তার নাক গলানোর অনুমতি নেই।’